করোনায় আরো ৩০ জনের মৃত্যু হয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় । এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২হাজার ২১১জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১২৭২ জন।
মোট শনাক্ত ৭ লাখ ৮২ হাজার ১২৯জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১১১৫জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ২৪হাজার ২০৯জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৪৬৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৭৫টি নমুনা সংগ্রহ এবং১৬হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৭লাখ ৩৪ হাজার ৯১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৫৫শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৬শতাংশ।