হেনস্তার প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে । বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন শেষে রিপোর্টার, ফটো সাংবাদিক, ক্যামেরাপার্সনরা স্টেডিয়ামের টার্ফে হাঁটু গেড়ে বসেন। এ সময় ক্যামেরা, বুম প্রতিবাদস্বরূপ নিচে রেখে দেয়া হয়। মিনিট পাঁচেকের মতো সাংবাদিকেরা হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানান। অবিলম্বে সাংবাদিক রোজিনাকে মুক্তির দাবি জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকেরা।
আগামী মাসে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে আজ দ্বিতীয় দিন অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা। অনুশীলন শেষে দুপুরে বুম ও ক্যামেরা সামনে রেখে অ্যাথলেটিকস ট্র্যাকে বসে প্রতিবাদ জানান ক্রীড়া সাংবাদিকেরা। এসময় ডেইলি স্টারের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক আনিসুর রহমান বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে হেনস্তার শিকার হয়েছেন রোজিনা ইসলাম, তা অপ্রত্যাশিত। যাঁরা হেনস্তা করেছেন, তাঁদের বিচারের আওতায় আনা উচিত।’
সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সাংবাদিক রোজিনাকে একটি কক্ষে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। তাঁর ফোন কেড়ে নেওয়া হয়। তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে না নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। রাতভর থানায় আটক রেখে সকালে তাঁকে আদালতে নেওয়া হয়। আজ আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।