মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো বিদেশে ২০ মিলিয়ন বা ২ কোটি ডোজ ভ্যাকসিন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন । আগামী জুন মাসের মধ্যেই এই ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে। কোভিড মহামারির মধ্যে ভ্যাকসিনকে একটি কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র। ফলে এই সিদ্ধান্তকে বেশ গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
সোমবার বাইডেন ঘোষণা করেন, তার প্রশাসন বিশ্বের দেশগুলোতে ফাইজার, মডার্না ও জনসন এন্ড জনসনের ভ্যাকসিন সরবরাহ করবে। অন্য দেশগুলোর মতো অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন করেনি যুক্তরাষ্ট্র। বাইডেন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র ছিল গণতন্ত্রের পক্ষের যোদ্ধা, এবারও আমরা ভ্যাকসিনকে অস্ত্র বানিয়ে কোভিডের বিরুদ্ধে একইরকম যুদ্ধ করবো।
ভারত ও ব্রাজিলে কোভিড পরিস্থিতি এখনো বেশ খারাপ হয়ে আছে। ফলে এসব দেশে ভ্যাকসিন রপ্তানিতে চাপের মুখে ছিলেন বাইডেন। বিশেষজ্ঞরা বলছেন, এই দেশগুলোতে যে ভয়াবহ ভ্যারিয়েন্টগুলো ছড়িয়ে পড়ছে তা থামাতে এই ভ্যাকসিন অত্যন্ত প্রয়োজন।
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের থেকে বেশি ভ্যাকসিন কোনো রাষ্ট্রই বিদেশে পাঠাবে না। এখন পর্যন্ত কানাডা ও মেক্সিকোতে অ্যাস্ট্রাজেনেকার কয়েক মিলিয়ন ডোজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।