সিঙ্গাপুরের শিশুদের অধিকহারে আক্রান্ত করছে ভারতে শনাক্ত করোনা ভাইরাসের ভ্যারিয়েণ্টের মতো নতুন করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট। এ জন্য সতর্কতা দিয়ে বুধবার থেকে সিঙ্গাপুরের স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কয়েক মাস ধরে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি। কিন্তু সম্প্রতি সেখানে স্থানীয় পর্যায়ে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ফলে সরকার বিধিনিষেধ কঠোর করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। রোববার দিনশেষে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে, প্রাথমিক, মাধ্যমিক এবং জুনিয়র কলেজগুলো বুধবার থেকে বন্ধ থাকবে। এই নির্দেশ কার্যকর হবে ২৮মে মে পর্যন্ত।এ সময়ে পড়াশোনা চলবে অনলাইনে বাসায় বসে। এই সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টা আগে স্থানীয়ভাবে ৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে সিঙ্গাপুর। গত আট মাসের মধ্যে একদিনে এটাই আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। এর মধ্যে বেশ কিছু শিশু আক্রান্ত হয়েছে। তাদের আক্রান্ত হওয়ারা সঙ্গে রয়েছে একটি টিউশন সেন্টারের সংযোগ।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |