ফিলিস্তিনি জনগণের আইনগত অধিকারের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন প্রকাশ করেন ফিলিস্তিন ইস্যুতে উদ্বেগ সৌদি আরবের, দ্ব্যর্থহীন সমর্থন পাকিস্তানেরটেলিফোনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী । এর মধ্যে রয়েছে তাদের আত্মমর্যাদা ও ১৯৬৭ পূর্ববর্তী সীমান্ত নিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, যার রাজধানী থাকবে পূর্ব জেরুজালেম।
আরব শান্তি প্রক্রিয়া এবং জাতিসংঘের রেজ্যুলুশনেও এ কথা বলা হয়েছে। এ সময় ফিলিস্তিনের পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। এ পরিস্থিতিতে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তা তিনি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। আগামীকাল ১৬ই মে ওআইসির নির্বাহী কমিটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জরুরি বৈঠক আহ্বান করেছে সৌদি আরব। এ উদ্যোগকে স্বাগত জানান শাহ মাহমুদ কুরেশি। তিনি ফিলিস্তিনিদের প্রতি দ্ব্যর্থহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।