ঢাকা : ২৫টি ডেটোনেটর ও ৮৭৫ গ্রাম জেল উদ্ধার করা হয়। জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে রাজধানী থেকে পাঁচ জনকে আটক করেছে পুলিশের সন্ত্রাসবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম ইউনিট। এরা সবাই জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য বলে জানায় ।

নিউ জেএমবিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) ভগ্নাংশ বলে গণ্য করে আইনশৃঙ্খলা বাহিনী। সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর মূল হোতা নতুন ধারার এই সংগঠনের সদস্যরা। পুলিশের দাবি, গত ২৬ জুলাই সর্বশেষ কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে যে ৯ জন নিহত হয়েছে, তারা সবাই নিউ জেএমবির সদস্য। এই জঙ্গিগোষ্ঠীই গত ১ জুলাইন গুলশানের অভিজাত রেস্টুরেন্ট হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করেছিল বলে দাবি পুলিশের। তারাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে হামলা করতে চেয়েছিল। এর আগে ঢাকা ও ঢাকার বাইরে ভিন্নমতাবলম্বী ও ধর্মাবলম্বীদের ওপরও একাধিক হামলার ঘটনাতেই নিউ জেএমবিকে দায়ী করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম জানান, কল্যাণপুর অভিযানে নয় জঙ্গি নিহতের পর জঙ্গিদের সংখ্যায় ঘাটতি পরে। এ কারণে ঢাকায় বড় ধরনের নাশকতা ঘটাতে এই জঙ্গিদের ঢাকায় আনা হয়েছিল।

আটক পাঁচ জন হলেন আতিকুর রহমান ওরফে আইটি আতিক, আব্দুল করিম বুলবুল ওরফে ডা. বুলবুল, আবুল কালাম আজাদ, মতিউর রহমান ও শাহিনুর রহমান হিমেল ওরফে তারেক।

মনিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গিরা জানিয়েছে উত্তরবঙ্গ হতে ঢাকার কোন একটি বাসায় উঠার জন্য এসেছিল তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে নান্নু, সজীব, ইমরান ও জিন্সিসহ (সাংগঠনিক নাম) কয়েকজন পালিয়ে যায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে তারা ধ্বংসাত্বক কার্যকলাপ পরিচালনার পারিকল্পনা করছিল তারা।’

মনিরুল ইসলাম বলেন, ‘ঢাকায় নিউ জেএমবির কর্মী সংকট দেখা দিয়েছে। এ কারণেই উত্তরবঙ্গ থেকে এদেরকে আনা হচ্ছিল। গ্রেপ্তার পাঁচ জনের মধ্যে আতিকুর রহমান আতিক জঙ্গিদের নেতা। অন্যরা আত্মঘাতী দলের সদস্য।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এদের কাছ গুলশান হামলা ও কল্যাণপুরের জঙ্গি আস্তানার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান মনিরুল ইসলাম। তিনি বলেন, এদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন তারা।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031