আগামী ২রা জুন চলতি বছরের বাজেট অধিবেশন বসছে। জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন হবে এটি। সংসদ সচিবালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার এই অধিবেশন আহ্বান করেছেন। ওইদিন বিকাল পাঁচটায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। পুরো অধিবেশন জুড়ে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। বাজেট অধিবেশন সাধারণ দীর্ঘ হয়। তবে করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছর বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হয়।
নয় কার্যদিবসের ওই অধিবেশন ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মহামারিকালের এই অধিবেশন বিগত অধিবেশনগুলোর মতো স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। গত অর্থবছরের মতো এবারও বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।