পাটুরিয়া ফেরি ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে । তবে মহাসড়কের টেপড়া এলাকায় বিজিবির চেকপোস্ট বসানোর কারণে যাত্রী ও ছোট যানবাহন অর্থাৎ প্রাইভেট কার, মাইক্রোবাসসহ অন্যান্য পরিবহন ঘাটে ঢুকতে পারছে না। শুধু মাত্র লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহনগুলো চেকপোস্টের আওতা মুক্ত থাকছে। সকালে ৩-৪টি ফেরি দিয়ে এসব গাড়ি ও যাত্রী পারাপার করা হলেও বেলা বাড়ার সাথে যাত্রী চাপ বেশি থাকায় বর্তমানে ৭-৮টি ফেরি চলছে।
বিআইডাব্লিউটিসি ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ বেড়ে চলেছে। পাশাপাশি বিভিন্ন কায়দায় কিছু প্রাইভেট কার ও মাক্রোবাস ঘাটে ঢুকে পড়ায় সেগুলো পারাপার করা হচ্ছে। তাছাড়া লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহনগুলোর সাথে যাত্রী পারাপারে বর্তমানে ৭ থেকে ৮টি ফেরি সচল রাখা হয়েছে। এদিকে ফেরিতে গাদাগাদি করে যাত্রী পারপার হওয়ায় স্বাস্থ্য বিধির ভেঙে পড়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |