লেখিকা তসলিমা নাসরিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । এক টুইটে নিজেই একথা নিশ্চিত করেছেন তিনি। বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, এক বছর ধরে তিনি বাড়ির বাইরে যান নি, বাইরে থেকেও কেউ তার বাসায় আসে নি, তারপরও করোনায় আক্রান্ত হলেন!
ইংরেজিতে লেখা তসলিমার টুইটটির হুবহু বাংলা অনুবাদঃ’এক বছরেরও বেশি সময় ধরে আমি বাড়ির বাইরে পা রাখিনি। কাউকে বাড়িতেও আসতে দেইনি। একটা বিড়ালের সঙ্গে বাড়িতে আমি একা ছিলাম। তারপরও আমি করোনায় আক্রান্ত হলাম। যদি জানতে পারতাম কিভাবে সংক্রমিত হলাম!’
প্রসঙ্গত, বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ১৯৯৪ সাল থেকে ভারতে স্বেচ্ছা-নির্বাসনে আছেন।