চট্টগ্রাম : বৃহস্পতিবার বিকালে নগরীর মুসলিম হলে জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন । জাসদ একসাথে মুক্তিযুদ্ধ করেও পরে মুজিব সরকারের বিরোধিতা করেছিল। যারা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে, তারাই তাদের পেছনে থেকে শক্তি যুগিয়েছিল।’
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পরে জাসদ লালদীঘিতে সমাবেশ করেছে। অনেক মানুষ হয়েছিল। কিন্তু এত মানুষ কোথা থেকে এসেছিল, তা আমরা জানি। স্বাধীনতাবিরোধীরা এর পেছনে ছিল।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন অধিকার আদায়ে লড়াই করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের মুক্তির জন্য তার সংগ্রাম ছিল নিরন্তর।’
তিনি বলেন, ‘১৫ আগস্ট যদি শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে থাকতেন তাদেরও পরিণতি একই হতো। আমাদের ভাগ্য ভালো, তারা বেঁচে আছেন। আমাদের নেতৃত্ব দিচ্ছেন। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা উদার মনের মানুষ তা না হলে ১৫ আগস্ট এবং ১/১১ সময় অনেক নেতা দূরে সরে গিয়েছিল কিন্তু তিনি সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছেন।’
সাম্প্রতিক জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যারা দেশে জঙ্গির সৃষ্টি করেছে, বাংলা ভাইয়ের সৃষ্টি করেছে, স্বাধীনতাবিরোধীদের গাড়িতে পতাকা উড়িয়েছেন তাদের সাথে কিসের ঐক্য। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি করেছে, তাদের সাথে ঐক্য হতে পারে না।’
‘১৯৭১ সালে বঙ্গবন্ধু কোন আপস করেননি, জঙ্গিবাদ নির্মূলে শেখ হাসিনাও কোনো আপস করবেন না। ইতোমধ্যে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে জঙ্গিদের শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে।’
উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তৈয়বের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম।