ঢাকা : ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন,রাজধানীর কদমতলীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যিনি মাদক চোরাকারবারি বলে র্যাব দাবি করছে।
শুক্রবার ভোর সোয়া চারটার দিকে কদমতলীর ওয়াসা পানির ট্যাংকের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নেয়া হচ্ছে।
র্যাবের একটি সূত্র জানায়, ওয়াসার ট্যাংকের সামনের খোলা জায়গায় মাদক কেনাবেচার খবর পেয়ে র্যাবের একটি দল ভোরে সেখানে যায়। এ সময় কয়েকজন চোরাকারবারি র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। র্যাবের গুলিতে ঘটনাস্থলেই এক চোরাকারবারি নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেয়া হচ্ছে। বন্দুকযুদ্ধের পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৫১০ পিস ইয়াবা ও ১৪টি প্যাথোডিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলে র্যাবের ওই সূত্র জানিয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান ঢাকাটাইমসকে বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করেছেন।