নাইজেরিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছেতু রস্ক, ভারত ও ব্রাজিল থেকে। এসব দেশে সাম্প্রতিক সময়ে কোভিডের উচ্চ সংক্রমণের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে গত দুই সপ্তাহে যারা এই তিন দেশ সফর করেছে তাদেরকেও নাইজেরিয়ায় প্রবেশ করতে দেয়া হবে না। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
খবরে বলা হয়েছে, রোববার এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে তুরস্ক, ভারত ও ব্রাজিলে ভয়াবহ কোভিড সংক্রমণ দেখা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ তাই এই তিন দেশ থেকে আসাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি এসব দেশে ট্রানজিট করলেও নিষেধাজ্ঞার আওতায় পড়তে হচ্ছে ভ্রমণকারীদের। যদিও নাইজেরিয়ার নিষেধাজ্ঞায় ট্রানজিটের কথা উল্লেখ নেই।
এতে আরো বলা হয়েছে, যেসব নাইজেরিয়ান এই তিন দেশ থেকে আসবেন তাদেরকে দেশে প্রবেশ করতে দেয়া হবে। তবে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে তাদেরকে। একইসঙ্গে নাইজেরিয়ায় প্রবেশ করা সবাইকেই করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।