ঢাকা : মহানগর পুলিশের বিশেষ শাখার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট ঢাকা রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র পাঁচ সদস্যকে আটক করেছে ।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে এক্সপ্লোসিভ ডেটোনেটর উদ্ধার করা হয়। শুক্রবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মুহাম্মদ ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।