মুসুল্লিরা দুই রাকাত ইস্তেখারা নামাজ আদায় করেন পিরোজপুরের ইন্দুরকানীতে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য। শুক্রবার সকাল ৮টায় সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও ইন্দুরকানী বাজার কমিটির উদ্যোগে ধর্মপ্রাণ মুসল্লিরা এ নামাজ আদায় করেন। নামাজ শেষে মহামারী করোনা ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বৃষ্টির জন্য নামাজের খুৎবা ও মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেকান্দার আলী মীর।
বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই ইন্দুরকানী কোনো এলাকায়। প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন ব্যাহত। তেমনি মৌসুমী ফল আম, লিচু ও কাঠাল সহ বিভিন্ন ফল নষ্ট হয়ে ঝড়ে পড়ছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। প্রচন্ড তাপদাহের কারণে দেখা দিয়েছে কলেরা, ডায়রিয়া ও হিটস্ট্রোক সহ নানা রোগ ব্যাধি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |