গত ২৪ ঘণ্টায় করোনায়আরো ৮৮ জনের মৃত্যু হয়েছে দেশে । এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১হাজার ৩৯৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৩৪১জন।
মোট শনাক্ত ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৪হাজার ৭৮২জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ১৩১জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৩৫৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৪হাজার ৭২৩টি নমুনা সংগ্রহ এবং ২৪হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৪লাখ ৪৮হাজার৬৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৩৯শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৫শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক৫১ শতাংশ।