গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭৭ জনের মৃত্যু হয়েছে দেশে । এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১হাজার ৩০৫জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৯৫৫জন। মোট শনাক্ত ৭ লাখ৫৪হাজার৬১৪জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৯২জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ৭২ হাজার ৩১৯জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৩৫৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৮হাজার ৪২৭টি নমুনা সংগ্রহ এবং ২৮হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৪লাখ ২৩হাজার৭৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৪৮শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক৫০ শতাংশ।