কোভিডের দ্বিতীয় সার্জে মৃত্যুর হার কম হবে বিজ্ঞানীরা বলেছিলেন। তাদের ভুল প্রমাণিত করে ভারত মৃত্যুমিছিলে সর্বকালীন রেকর্ড গড়ল এপ্রিলে, মাস ফুরোতে দিন তিন-চার বাকি থাকতেই। ভারতে গত সেপ্টেম্বরে কোভিডে সব থেকে বেশি মৃত্যু হয়েছিল ৩৩ হাজার ২৩০ জনের। এই এপ্রিলে এখন পর্যন্ত মৃত ৩৪ হাজার ৫৯৫ জন। সোমবার মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬৬ জনের। মার্চ মাসে কোভিডে মোট মৃতের সংখ্যা ছিল ৫ হাজার ৬৫৬ জনের। তাহলে বোঝাই যাচ্ছে এপ্রিলে মৃতের সংখ্যা কি ভাবে জ্যামিতিক হারে বেড়েছে। বিশ্বের মধ্যে মৃত্যু হারে ভারত এখন দ্বিতীয়।
এপ্রিলে ব্রাজিলে মারা গেছে ৭৫ হাজার জন। এদিকে ভারতের নীতি আয়োগ ভারতীয়দের বাড়িতেও মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছেন। নীতি আয়োগ জানাচ্ছে একজন কোভিড আক্রান্ত একমাসে ৪০৬ জনকে সংক্রমিত করতে পারে। আইসোলেশন বিধি কঠোর ভাবে মানা হলে এই সংখ্যাটি একমাসে হতে পারে আড়াই জন।