ডিজিটাল নিরাপত্তা আইনে ময়মনসিংহে মামলা হয়েছে ঢাকা বিশ্বদ্যিালয়ের (ঢাবি) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে । জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল গণি বাদী হয়ে বুধবার রাতে কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। লাইভ ভিডিওতে মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান নেতাকর্মীদের ধর্মীয় অনুভুতিতে আঘাত, বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মধ্যে শক্রতা, আইন শৃংখলা অবমাননা, ঘৃণ্য বিক্ষোভ-সৃষ্টিকারী ও মানহানীকর প্রচার করেছে। এ ধরনের বক্তব্য ফেসবুক লাইভে প্রকাশ ও প্রচার করায় একজন ধর্মপ্রাণ মুসলমান ও আওয়ামী লীগের কর্মী হিসাবে তিনি ধর্মীয় এবং মানসিকভাবে কষ্ট পেয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, মামলাটি তদন্ত করবেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলী।