মুম্বইয়ের ৫১ বছর বয়সী ড. মানিশা যাদব বন্ধু, স্বজন, আত্মীয়দের কাছ থেকে ফেসবুকেই শেষ বিদায় নিয়েছেন তিনি। এর মাত্র একদিন পরেই করোনা ভাইরাসে মারা গেছেন । একের পর এক করোনা ভাইরাস মহামারির যেসব হৃদয়বিদারক খবর আসছে তার মধ্যে এটি অন্যতম। মহারাষ্ট্রে বেশ কিছু ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মারা গেছেন ১৬৮ জন। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে। এতে বলা হয়, সোমবার মারা যান ড. মানিশা যাদব। এর আগের দিন তিনি ফেসবুক পেইজে লিখেছিলেন জীবনের শেষ কয়েকটি শব্দ।
ইংরেজিতে লেখা ওই শব্দগুলোর বাংলা অর্থ এরকম- ‘হতে পারে এটাই আমার জীবনের শেষ শুভ সকাল। হয়তো এই প্লাটফরমে আপনাদের সাথে আমার আর দেখা হবে না। নিজের যতœ নেবেন সবাই। দেহ মরে যায়। আত্মা মরে না। আত্মা অমর।’
উল্লেখ্য, ক্লিনিক্যাল এবং প্রশাসনিক দায়িত্ব উভয়টিতেই দ্রুততার সঙ্গে মোকাবিলার জন্য সবার কাছে পরিচিত ছিলেন ড. মানিশা যাদব। উল্লেখ্য, ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের তথ্যমতে, ভারতের মহারাষ্ট্রে এ পর্যন্ত কমপক্ষে ১৮ হাজার ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৬৮ জন।