রাশিয়ার জ্বালানি বিষয়ক কোম্পানি অটোমাশ বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে পারমাণবিক রিঅ্যাক্টর বা চুল্লি পাঠাচ্ছে । রাশিয়ার অনলাইন সি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের জন্য একটি পারমাণবিক চুল্লি শিপমেন্টের জন্য লোডিং করছে অটোমাশ।
নির্মাণাধীন দ্বিতীয় একটি বিদ্যুত কেন্দ্রের জন্য দুটি স্টিম জেনারেটর এবং ওই চুল্লিটি এই শিপমেন্টে পাঠানো হচ্ছে। এই চুল্লিটির ওজর ৩২০ টন। এটি ১২ মিটার লম্বা। এর সঙ্গে যে দুটি স্টিম জেনারেটর লোড করা হচ্ছে তার ওজন ৩৪০ টন। এগুলো ১৪ মিটার করে লম্বা। অটোমাশের বার্থ থেকে এগুলো বার্জে লোড করে তা নদীপথে নোভোরাসিয়িস্ক সমুদ্র বন্দরে নিয়ে যাওয়া হবে।
তারপর তা সমুদ্রপথে বাংলাদেশে পাঠানো হবে। উল্লেখ্য, বাংলাদেশের রূপপুরে প্রথম পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়ন করছে রাশিয়ার রোসাটমের ইঞ্জিনিয়ারিং ডিভিশন। এই বিদ্যুতকেন্দ্রে থাকবে দুটি বিদ্যুত উৎপাদনের ইউনিট। এতে ব্যবহার করা হবে ভিভিইআর-১২০০ পারমাণবিক চুল্লি।