আজ মঙ্গলবার বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের জন্মদিন। জন্মদিনে মানবজমিনকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এবারে জন্মদিনে আমার প্রত্যাশাটা একটু ভিন্ন। বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি হয়েছে এবছরই। এখন আমাদের দেখতে হবে মানুষের কি কি আশা এখনও পূরণ হয়নি।
আমরা যে গণতন্ত্র পেয়েছি তাতে কি মানুষের মধ্যে বৈষম্য কমেছে। আমার তো মনে হয় কমেনি বরং আরো বেড়েছে। তাই এবার জন্মদিনে আমার প্রত্যাশা হচ্ছে প্রকৃত গণতন্ত্র ফিরে আসুক যেখানে মানুষে মানুষে বৈষম্য থাকবে না। সুশাসন সবার কাম্য।
সুষ্ঠু রাজনীতি ছাড়া সুশাসন প্রতিষ্ঠা পেতে পারে না।
ড. কামাল হোসেন বলেন সুষ্ঠু রাজনীতির জন্য সৎ লোকদের রাজনীতেতে আসতে হবে। বর্তমানে তরুণ সমাজ আসছে কিন্তু তারা রাজনীতির চেয়ে রাজনৈতিক দলকে বেশি গুরুত্ব দিচ্ছে। জনগণের ক্ষমতায়ন করতে না পারলে কখনই মানুষ তার অধিকার ফিরে পাবে না।