আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মানুষের জীবন ও জীবিকার প্রয়োজনে ঈদের আগে সরকার চলমান লকডাউন শিথিলের চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন । তিনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা করছে। তবে ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াতের জন্যে লকডাউন শিথিল হতে পারে। সবাইকে মানসিকভাবে প্রস্তুত ও ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। পরিবহন শ্রমিকসহ বেকার শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ব্রিফিংয়ের আগে রংপুর সড়ক জোনের বিআরটিসি ও বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়ালি মতবিনিময় সভা করেন ওবায়দুল কাদের। সেই সভায় তিনি বলেন, ‘সামনে ঈদ ও বর্ষাকাল।
চলমান লকডাউনে সড়ক ফাঁকা থাকায় এখনই সড়ক মেরামত করার উপযুক্ত সময়। তিনি আরও বলেন, ‘কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।