পুলিশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করেছে । আজ রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নেয়া হয়। মামুনুল হককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. হারুণ আর রশিদ।
উল্লেখ্য, সম্প্রতি হেফাজতের হরতালে রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দুটি মামলাসহ মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।