চট্টগ্রাম :থানা পুলিশ দৈনিক স্বাধীন কন্ঠ পত্রিকার স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারকালে প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে । ১০ জুলাই সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতিস্থ একটি হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি দৈনিক স্বাধীন কন্ঠ পত্রিকার ড্রাইভার মোঃ শাহিন আলম (৪৩) বলে জানা গেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী ঘটনাস্থলে গাড়ি থামায়। তল্লাশী করে গাড়ির সামনের বাম পাশের চাকায় বিশেষ কৌশলে রাখা ২ হাজার ৭৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটকের পর শাহিন নিজেকে সাংবাদিক পরিচয় দেয়।
শাহিন জানান, প্রাইভেট কারটি দৈনিক স্বাধীন কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক এনামুল হাসান নয়নের। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি প্রাইভেটকার থেকে কৌশলে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ড্রাইভার শাহিন।এ ব্যাপারে লোহাগাড়া থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী।