নতুন করে যে ‘লকডাউন’ আরোপ করা হয়েছে সেটি কার্যকর শুরু হয়েছে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি সামলাতে । সরকারি আদেশে এটিকে বিধিনিষেধ বলা হচ্ছে। বুধবার সকালে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পুলিশকে তৎপর দেখা গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়েছে। চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যারা জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেয়া হচ্ছে। বিভিন্ন সড়ক ও অলিগলি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে দুয়েকটি রিকশা আর পণ্যবাহী যান ছাড়া চলছে না কিছুই।
রাজধানীর প্রায় সব রাস্তাই ফাঁকা দেখা গেছে।
আজ থেকে একুশে এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে। বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস। তবে শিল্প কারখানা চালু থাকবে। আংশিক খোলা থাকবে ব্যাংক।