আজও ৮৩ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই ভাঙছে মৃত্যতে রেকর্ড। এর মধ্য দিয়ে গতকালের ৭৮ জনের রেকর্ড অতিক্রম aকরেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৮২২ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৭২০১ জন। মোট শনাক্ত ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৪৫২৩ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৮১ হাজার ১১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২৫৫ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৬হাজার নমুনা সংগ্রহ এবং ৩৪ হাজার ৯৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫০ লাখ ৩৭ হাজার ৮৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৫৯ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪২শতাংশ।