‘পাঠান’ প্রথম থেকেই খবরের শিরোনামে রয়েছে। ২০১৮ সালে বক্সঅফিসে ‘জিরো’ মুখ থুবড়ে পড়ার পর রুপালি পর্দা থেকে বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। প্রায় তিন বছর পর ‘পাঠান’ ছবির শুট শুরু করেছেন তিনি। জোরকদমে টানা শুটিংও চলছিল সেই ছবির। ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন অ্যাব্রাহাম। জানা গেছে, ছবিতে অতিথি শিল্পী রূপে হাজির থাকছেন ‘টাইগার’ রুপী সালমান খানও।ছবির ক্লাইম্যাক্সে শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন ও দুর্ধর্ষ সব স্টান্ট করতেও নাকি দেখা যাবে ‘টাইগার’-কে।
স্বাভাবিকভাবেইএ ই খবর ‘পাঠান’ নিয়ে দর্শকদের মধ্যে প্রতিনিয়ত বেড়ে চলেছে উত্তেজনার পারদ। তবে আপাতত সমস্ত উত্তেজনায় জলঢেলে বন্ধ হয়েছে ‘পাঠান’ এর শুটিং।
সৌজন্যে, করোনাভাইরাস। বর্তমানে ভারতজুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্ৰমণ। মুম্বইয়ের অবস্থা তো ভয়াবহ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মুম্বইয়ে চলবে সপ্তাহান্তিক লকডাউন। জারিহ রয়েছে নাইট কার্ফুও। এমতাবস্থায় তাই বাধ্য হয়েই ‘পাঠান’ এর শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা।