চট্টগ্রাম :  বুধবার ভোররাতে পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনীর এক যৌথ অভিযানে উপজেলার দূরছড়ির খাগড়াছড়িপাড়া এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়।রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়িতে বিপুল অস্ত্র ও সামরিক পোশাকসহ নির্ভীক চাকমা (৩০) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

পুলিশ ও সেনাসূত্র জানায়, আটক নির্ভীক চাকমা দীর্ঘদিন ধরে ওই দূরছড়ি, খিরাচড়, বটতলা, সারোয়াতলী, খাগড়াছড়িপাড়াসহ বিভিন্ন এলাকায় চাঁদা কালেক্টরের দায়িত্ব পালন করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে যৌথবাহিনী।

অভিযানে ব্যাপক তল্লাশির এক পর্যায়ে নির্ভীক চাকমাকে আটক করতে সক্ষম হন তারা। এ সময় নির্ভকি চাকমার কাছ থেকে একটি এলজি পাইপগান, দুইটি পিস্তল, ১০ রাউন্ড পিস্তলের গুলি, দুইটি শর্টগান, তিনটি মোবাইল সেট, ৮টি কার্টুস, ৪ সেট জলপাই রঙের সামরিক পোশাক, চাঁদা আদায়ের রশিদ বই, নগদ টাকা ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।

আটক নির্ভিক চাকমা নিজেকে জেএসএসের সক্রিয়কর্মী স্বীকার করেছে বলে জানায় সেনাসূত্র।

সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নির্ভীক চাকমা জানিয়েছেন, তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) রাজনীতিতে জড়িত।

তিনি বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বেশ কয়েকটি বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়দের কাছ থেকে চাঁদা কালেকশনের পাশাপাশি সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা করতেন।

বাঘাইছড়ি থানা পুলিশের ওসি আবুল কালাম চৌধুরী ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানটি যৌথবাহিনী পরিচালিত করেছে। সেখানে সেনা, বিজিবি, আনসার ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযান শেষে অস্ত্রসহ আটক নির্ভীক চাকমাকে প্রথমে মাইনিমুখ আর্মিক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে বিকালে বাঘাইছড়ি থানায় হাজির করা হবে। এরপর তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে চালান করা হবে।

 

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031