গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩০ জনের মৃত্যু হয়েছে দেশে । এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭২০জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৮০৯জন। মোট শনাক্ত ৫ লাখ ৭৩হাজার ৬৮৭ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৭৫৪জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ২৪হাজার ১৫৯জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৬হাজার ১টি নমুনা সংগ্রহ এবং ২৫হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৪ লাখ ৩৪ হাজার ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ১৯শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩৭শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।।