চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার থেকে বুধবার সকালে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার মো. খায়ের মিয়া (২৫) কুমিল্লা কোতোয়ালী থানার দক্ষিণ আনন্দপুরের হাতেম মিয়ার ছেলে।
চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, “খায়ের ওই পিকআপের চালকের সহকারী। তারা ইয়াবাগুলো নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে এসেছিল। চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ জানান, পিকআপটি বহদ্দারহাটের দিকে আসার সময় এক কিলোমিটার এলাকায় পুলিশ থামার সঙ্কেত দেয়। এ সময় চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যায় এবং চালকের পাশের আসনে থাকা খায়েরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় সিট বেল্টের বাক্সের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো সে বের করে দেয়।
জিজ্ঞাসাবাদে খায়ের পুলিশকে বলেছেন, গাড়ি চালকের নাম মো. রাব্বি (২০)। তিনি কুমিল্লার উত্তর আনন্দপুরের বাসিন্দা।