বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নিয়ন্ত্রক সংস্থা করোনা পরিস্থিতির মধ্যে দেশে যতদিন পর্যন্ত ব্যাংক খোলা থাকবে, ততদিন পুঁজিবাজারও খোলা থাকবে বলে জানিয়েছে  ।

রোববার সন্ধ্যায় সিকিউরিটিজ কমিশন ভবনে ঢাকা স্টক এক্সেঞ্জ (ডিএসই) ব্রোকার্স এসোসিয়েশনের প্রতিনিধি ও শীর্ষ ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

কমিশনার বলেন, আজকে আমরা আলোচনা করেছি যে, গত দু’দিন ধরে দেখেছি, কিছু অপ্রয়োজনীয় গুজব মার্কেটে আছে। সেগুলোর কোনোটিই ঠিক নয়। আমরা বলতে চাই, পুঁজিবাজার খোলা থাকবে। তিনি বলেন, পুঁজিবাজার যেহেতু খোলা থাকবে, সেহেতু সব কার্যক্রম চলবে। সেক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না।

গত কয়েকদিনে পুঁজিবাজারে বড় ধরনের পতনের পেছনে কোনো কারসাজি আছে কিনা, এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, আমরা বিষয়টি ইভ্যালুয়েট করার চেষ্টা করছি। এই মুহূর্তে বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করছি। পুঁজিবাজারে উত্থান-পতন থাকাটাই স্বাভাবিক। কখনো পুঁজিবাজার টানা বাড়বে না, আবার টানা কমবেও না।

পুঁজিবাজারের প্রতিটি কার্যক্রমই এই রকম পরিবর্তনশীল। সেটা যেন সঠিকভাবে পরিবর্তন হয়, সে বিষয়ে লক্ষ রাখবো। সে রকম কিছু হলে ব্যবস্থা নেবো।

কারসাজি চক্র এখনো সক্রিয় আছে কিনা, জানতে চাইলে কমিশনার বলেন, এ রকম কোনো তথ্য-উপাত্ত এখনো আমাদের কাছে নেই। যদি চিহ্নিত করতে পারি, তাহলে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি মো. শরিফ আনোয়ার হোসেন ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান।

Share Now
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31