নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিসিকে প্লট দেয়া হবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন । এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণেরও ব্যবস্থা করা হবে।
রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সেমিনারে শিল্পমন্ত্রী এই কথা জানান। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘মুজিব বর্ষে নারী উদ্যোক্তাদের অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এই সেমিনার করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, নারী শ্রমিকদের আন্তরিক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বাংলাদেশ তৈরি পোশাকখাতে দ্রুত অগ্রসর হয়েছে। দেশ উন্নয়নশীল হওয়ায় আমাদের সুযোগ কমেনি বরং বেড়েছে। তবে আমাদের দায়িত্বও বেড়েছে। এ ধারা অব্যাহত রাখতে শিল্পায়নে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। বিশ্ব অর্থনীতিতে টিকে থাকতে হলে নারী উদ্যোক্তাদের নতুন নতুন রপ্তানিমুখী পণ্য উৎপাদনে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শুধু মুনাফার কথা ভাবলেই হবে না, দেশ প্রেম ও মানবিকতা থাকতে হবে। নতুন নারী উদ্যোক্তাসহ শিল্পখাতে নারীদের সহজ শর্তে ঋণ প্রদানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মালিকদের আহবান জানান তিনি।
শিল্পমন্ত্রী বলেন, আমাদের দেশের নারীরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে সব কিছুতেই এগিয়ে রয়েছেন।
নারীরা তাদের যোগ্যতা প্রমাণ করেছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি আন্দোলন, সংগ্রাম, সমাজ সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নসহ সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ ছিল, এখনও আছে।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, দেশের অর্থনৈতিক টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল দুর্নীতির ঊর্ধ্বে থেকে পুরুষদের পাশাপাশি দেশের নারী জনগোষ্ঠীকে সমানভাবে এগিয়ে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন সর্বক্ষেত্রে নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও মহামারির মধ্যে নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানে ব্যাংকগুলোর কেন অনীহা, তা খতিয়ে দেখা হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
সেমিনারে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। এতে উপস্থিত ছিলেন শিল্প সচিব কে এম আলী আজম। স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।