ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সংঘাতপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে জয়ী হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাত করে নিজে আনন্দিত বলে জানিয়েছেন । এ নিয়ে তিনি সচিত্র টুইট করেছেন। টুইট বার্তায় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের পতাকা সন্নিবেশিত করে রাষ্ট্রদূত লিখেন- চট্টগ্রামের মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে দুই দেশের মধ্যকার সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে আমি আনন্দিত।
বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হতে যাওয়া চট্টগ্রাম সফররত অবস্থায় আমাদের ওই সাক্ষাত হয়। সফরে আরও অনেক ব্যবসায়ী এবং কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি। ‘ইউএসবিডি৫০’ হ্যাশট্যাগে বার্তাটি প্রচারিত হয়েছে রোববার সন্ধ্যায়। মার্কিন দূতের টুইট বার্তাটি অনেকে পছন্দ করেছেন। কিন্তু সমালোচনাও চলছে।
পাল্টা টুইটে এক মন্তব্যকারী লিখেন- ‘আপনি কি জানেন না যে নির্বাচনটি মারাত্মকভাবে প্রতারণামূলক ছিল। আসলে আপনাদের কারোই গণতন্ত্রের প্রতি যথাযথ শ্রদ্ধা নেই। আমেরিকা বলছে এক আর করছে আরেক’।