জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাভলু। অভিনয় ও নির্মাণের বাইরে নাটকের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতির দায়িত্বেও আছেন তিনি। আসছে ২৬শে ফেব্রুয়ারি এই সংগঠনটির নির্বাচনে সভাপতির পদে নির্বাচন করছেন বলে জানান। এই সময়ে নির্বাচন নিয়েই ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। তিনি বলেন, প্রথমে ভেবেছি নির্বাচন করবো না। কিন্তু কাছের মানুষদের অনুরোধে নির্বাচন করতে হচ্ছে শর্তাবলীর জন্য নির্বাচন নিয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।

নিজের মতামত থেকে শুরু করে সব নির্বাচনের পর বলবো। অভিনয় ছাড়া নিয়মিত পরিচালনাও করছেন।

দর্শক নতুন কী পাচ্ছে নির্মাতা লাভলুর কাছ থেকে? উত্তরে তিনি বলেন, ‘দ্য ডিরেক্টর’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক নির্মাণ শেষ করেছি। এছাড়া ‘মায়া’ নামের আরো একটি ধারাবাহিক নাটকের কাজ হাতে আছে। নির্মাতা হিসেবে এই সময়ে কী ধরনের সমস্যায় পড়েন? এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কিছু সমস্যা তো থাকেই সব সময়। এরমধ্যে জনপ্রিয় শিল্পীদের ঠিকমতো সিডিউল না পাওয়া। আবার অনেক সময় বাজেট সমস্যায়ও পড়তে হচ্ছে। এ কারণে আমি নতুন শিল্পীদের প্রাধান্য দিয়ে থাকি। তারাও নিজেদের প্রমান করার জন্য ভালোভাবে কাজ করে। দীর্ঘ সময় আগে ‘মোল্লাবাড়ির বউ’ ছবিটি নির্মাণ করেছিলেন। কিন্তু এরপর নতুন কোনো ছবি নির্মাণে নেই কেন?

‘রঙের মানুষ’খ্যাত এই অভিনেতা বলেন, গেল বছর ছবি নির্মানের প্রাথমিক প্রস্তুতি নিয়েছিলাম। এরমধ্যে লকডাউন ও করোনা সব প্রস্তুতি এলোমেলো করে দিয়েছে। চলতি বছর ছবি নির্মানের ইচ্ছে আছে। তবে এর জন্য আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। এই অভিনেতা কথা বলেন সদ্য প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানকে নিয়েও। ২০০২ সাল থেকে টানা কয়েক বছর তারা দুজন ছোটপর্দায় করেন। লাভলুর পরিচালিত চলচ্চিত্রেও অভিনয়ও করেন প্রয়াত এই অভিনেতা। লাভলু বলেন, শুটিংয়ের সময় চলচ্চিত্রের অনেক অজানা কথা তার থেকে জেনেছি। দেশ-বিদেশের সব খবর তিনি রাখতেন। আমার কাছে তিনি ছিলেন জীবন্ত ডিকশনারি।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031