১৭ কেজি ৫০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আবুধাবি থেকে আসা ওই বিমানটিতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দাদের একটি টিম। এসময় ওই বিমানের সিটের নিচ থেকে এবং আরও পাঁচটি স্থান থেকে এসব সোনা উদ্ধার করা হয়। ওই ফ্লাইটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১৭ কেজি ৫০০ গ্রাম।