বছরে ৬৪ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে দেশের বেশ কিছু গার্মেন্টের মালিক ইনভয়েস জালিয়াতির মাধ্যমে। এনবিআর থেকে পাওয়া তথ্য নিয়ে এ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন।
আজ সোমবার সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। তিনি জানান, সুনির্দিষ্টভাবে আল মুসলিম গ্রুপের ১৭৫ কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পৃথকভাবে ৩ ও ৪ সদস্য বিশিষ্ট দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব।