সোমবার করোনাভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় চালান আসছে । এদিন রাত ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ২০ লাখ ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মার সিওও রাব্বুর রেজা। রাতে মানবজমিনকে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুই দফায় ৭০ লাখ টিকা আসে। এর মধ্যে ২০লাখ ডোজ উপহার হিসেবে দিয়েছে ভারত।
ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে করা বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মার করা চুক্তি অনুযায়ী প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে টিকা আসার কথা রয়েছে। অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার তৈরি এ টিকা উৎপাদন করছে সিরাম।