১০ কেজি আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাইফুদ্দিন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ।
রবিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
র্যাব-২ এর সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল সকাল সোয়া সাতটার দিকে নিষিদ্ধ আফিমসহ সাইফুদ্দিনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাইফুদ্দিনের বরাত দিয়ে র্যাব জানায়, তিনি অনেক দিন ধরেই এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি মূলত রাজধানীর বড় বড় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছেই মাদক বিক্রি করে থাকেন। তার কাছ থেকে উদ্ধার হওয়া আফিমের দাম ১০ লাখ টাকা বলেও জানায় র্যাব।