শীর্ষ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে গাজীপুরের টঙ্গীর কো-অপারেটিভ ব্যাংকের মাঠ বস্তি এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়েটঙ্গী পূর্ব থানা পুলিশ।
আটকরা হচ্ছেন- মোমেলা (৩০) ও ময়ূরী (২৮)। এসময় তাদের কাছ থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় এনা পরিবহন কাউন্টারের সামনে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদে টঙ্গী পূর্ব থানার এসআই রাজিব হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের কো-অপারেটিভ ব্যাংকের মাঠ বস্তি এলাকায় ঘিরে ফেলে। পরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পলাতক আসামিরা হচ্ছে- সাথী আক্তার (২২) ও আমেনা (৩২)।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।