ঢাকা : বিক্ষোভ স্থগিত করেছে স্থানীয় আওয়ামী লীগ ক্রসফায়ারের হুমকি দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা আদায়ের অভিযোগে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে ডাকা ।
দলের নেতারা বলছেন, জিয়াউর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের আশ্বাসের পর এই সিদ্ধান্ত নিয়েছেন ক্ষমতাসীন দলের স্থানীয় কর্মীরা।
ব্যবসায়ী আশরাফ উদ্দিনের অভিযোগ, তার গুদামে সরকারি চাল আছে অভিযোগ করে গত ২৭ জুলাই রাত ১২টার দিকে তাকে ধরে নিয়ে যান পুলিশ কর্মকর্তা জিয়াউর রহমান। ওই রাতে তাকে ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪০ লাখ টাকা দেয়ার শর্ত দেন তিনি। পরে ১০ লাখ টাকা ওসির হাতে দিয়ে ছাড়া পান আশরাফ।
এরপর জিয়াউর রহমানের বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য আবদুর রউফ, উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান খান এবং জেলার পুলিশ সুপার প্রলয় চিসিমের কাছে অভিযোগ করেন আশরাফ উদ্দিন। আর জিয়াউর রহমানের শাস্তি ও তাকে প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় কুমারখালী উপজেলা আওয়ামী লীগ।
তবে সোমবার সন্ধ্যার পর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম। তিনি অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে আওয়ামী লীগ তার বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে।
আরও পড়ুনঃ- ক্রসফায়ারের ভয় দেখিয়ে ওসির ১০ লাখ টাকা ‘আদায়’
জানতে চাইলে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুণ ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা এসপি সাহেবকে বলেছি কুমারখালীতে কিছু দুর্নীতিবাজ পুলিশ অফিসার আছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওসিকে প্রত্যাহার করে নেয়া হবে।’
তবে এক প্রশ্নের জবাবে সামছুজ্জামান অরুণ বলেন, ওসি জিয়াউর রহমানকে কবে প্রত্যাহার করা হবে সেই দিনক্ষণ জানাননি পুলিশ সুপার।
তবে এ বিষয়ে পুলিশ সুপার প্রলয় চিসিমের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
এদিকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান দাবি করেছেন, তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যা। তিনি বলেন, ‘গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি উপজেলা আওয়ামী লীগের কথা মতো কাজ করিনি। এই কারণে এখন আমার উপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি আশরাফের কাছ থেকে কোনো টাকা নেইনি।’
এদিকে অভিযোগকারী চাল ব্যবসায়ী আশরাফ উদ্দিনের গুদাম সিলগালা করে দিয়েছে প্রশাসন। এর কারণ জানতে চাইলে জিয়াউর রহমান বলেন, ‘সোমবার আশরাফের গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত দুই হাজার ৩৬৬ বস্তা চাল জব্দ করে পুলিশ। পরে সহকারী কমিশনার (ভূমি) তানজিল্লুর রহমান জব্দকৃত চাল সেখানেই রেখে গুদাম সিলগালা করার নির্দেশ দেন।’