ঢাকা : ৫০ সাবেক কর্মকর্তা গতকাল সোমবার দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনীত ডোনাল্ড ট্রাম্পকে ‘ভয়ংকর প্রার্থী’ এবং হোয়াইট হাউজের ‘অযোগ্য’ বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা-বিষয়ক সাবেক কর্মকর্তারা।
তাদের মতে, ‘ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য। তিনি নির্বাচিত হলে রাষ্ট্রীয় নিরাপত্তা সংকটে পড়বে। প্রেসিডেন্ট হওয়ার মতো চরিত্র, মূল্যবোধ ও জ্ঞান কোনোটাই তার নেই। তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অবিবেচক প্রেসিডেন্ট হবেন।’
এদের অনেকেই সর্বশেষ রিপাবলিকান সরকার জর্জ বুশের সময় দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সময়কার হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি টম রিজ, মাইকেল চার্টোফ, সিআইএর সাবেক প্রধান মাইকেল মোরেল, মার্কিন বিমানবাহিনীর সাবেক প্রধান মাইকেল হেইডেনভ।
বিবৃতিতে সিআইএর সাবেক এক পরিচালক ও দুজন হোমল্যান্ড সিকিউরিটির প্রধান বলেন, ‘একজন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনে ট্রাম্পের চারিত্রিক দুর্বলতা, মূল্যবোধ এবং অভিজ্ঞতার অভাব রয়েছে।’
ওই বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আরো রয়েছেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান পরিচালক জন নেগ্রোপোন্টে, সাবেক উপমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট যোয়েল্লিক।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের বিবৃতি নজিরবিহীন। প্রশাসনের সাবেক কর্মকর্তারা বিবৃতিতে বলেছেন, ট্রাম্পের মেজাজ খুব চড়া। যুক্তরাষ্ট্রের সংবিধান এবং আইন সম্পর্কেও তাঁর জ্ঞানের অভাব। তাঁরা ট্রাম্পকে ‘ভয়ংকর প্রার্থী’ হিসেবে চিহ্নিত করেন।
তবে এর জবাবে ট্রাম্প বলেন, তারা সবাই ওয়াশিংটনের এমন ব্যক্তি যারা বিশ্বকে একটি বিপদজনক স্থানে পরিণত করার জন্য দায়ী। ওয়াশিংটনের চেনাজানা বনেদি এসব লোক ঘুরেফিরে ক্ষমতা তাদের কাছে রাখতে চান। এখন সময় এসেছে অতীত কাজের জন্য বিবৃতিদাতাদের জাবাবদিহিতায় নিয়ে আসা।
ট্রাম্পকে নিয়ে মার্কিনদের হুঁশিয়ার করলেও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন করেননি কর্মকর্তারা। তাঁরা বলেছেন, তাঁরা জানেন, ফেডারেল সরকারের নানা বিষয় নিয়ে জনগণের মধ্যে হতাশা রয়েছে।