এক কিশোরীকে চুরিকাঘাত করে আহত করার ঘটনা ঘটেছে মাদকাসক্ত যুবকের কথা না শোনায় । শনিবার দুপুরে রাজধানীর ডেমরার সারুলিয়ার বক্সনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরীর নাম শারমিন আক্তার (১৭)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে সে চিকিৎসাধীন রয়েছে।
আহতের ভাই মোঃ শাহিন জানান, একই বাড়ির ভাড়াটিয়া মাদকাসক্ত যুবক রেদোয়ান বাসার পাশে জানালার সামনে মাদক সেবন করছিলো। সে শারমিনকে জানালা বন্ধ করে দিতে বলে আর বিষয়টি কাউকে না জানাতে বলে। কিন্তু শারমিন জানালাটি বন্ধ না করায়, সে ক্ষিপ্ত হয়ে রুমে গিয়ে শারমিনের পেটে ছুরিকাঘাত করে।
তিনি আরো জানান, শারমিন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শারমিন জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।