ঢাকা : আজ সোমবার বিকালে পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করে। পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) তালিকাটি পাওয়া যাবে। ৩৪তম বিসিএসে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এতে ৪৮৭ জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
তালিকায় ৩৩৮ জন নতুন এবং ১৪৯ জনের সংশোধিত ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এর বিধান অনুযায়ী ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে তাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে।
নতুনদের মধ্যে ৩১৯ জনকে অর্থ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর পরিদর্শকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগের সুপারিশ করা হয়।
এ ছাড়া সংশোধিতদের মধ্যে শ্রম পরিদর্শক পদে ৬৫ জন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয় অফিসার পদে ২৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। বাকিদের অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
গত বছরের ১৫ অক্টোবর নন-ক্যাডার পদে নিয়োগের জন্য আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছিল পিএসসি।