বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মশাল মিছিল করেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এ মশাল মিছিল করে তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে মিছিলটি রাজধানীর কাকরাইল সংলগ্ন কর্ণফুলী গার্ডেন সিটির সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়। মিছিলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় অবিলম্বে আটক নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিও জানান তারা।
মিছিলে আরো উপস্থিত ছিলেন- নারায়াণগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, ছাত্রদল নেতা মশিউর রহমান শান্ত, কায়েস আহম্মেদ পল্লব, মাসুদ, পাভেল, ইসহাক, জাহিদুল, নাহিদ, করিম প্রধান রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |