সরকার যেকোনো ধরনের টিকা আমদানিতে প্রযোজ্য অগ্রিম আয়কর বা এআইটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে করোনাসহ যেকোনো ভাইরাসের টিকা আমদানিতে অগ্রিম আয়কর দিতে হবে না। অগ্রিম আয়কর অব্যাহতি দিয়ে এরইমধ্যে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার এনবিআর সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, আয়কর অধ্যাদেশের ১৮৫ ধারা অনুযায়ী এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি, যা ১৬ই ফেব্রুয়ারি থেকে কার্যকর হিসেবে ধরা হয়েছে।
এখন থেকে করোনাসহ যেকোনো ভাইরাসের টিকার আমদানি পর্যায়ে কোনো ধরনের অগ্রিম কর পরিশোধ করতে হবে না। এর আগে বেসরকারি পর্যায়ে যেকোনো ধরনের টিকা আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর পরিশোধ করতে হতো।
করোনাভাইরাস প্রতিরোধে সরকার দেশব্যাপী বিনামূল্যে টিকা দিয়ে যাচ্ছে। এজন্য বিপুল পরিমাণ টিকা বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। ফলে অগ্রিম আয়করের ইস্যুটি সামনে এসেছে।