তিন বন্ধু নিহত হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় (হ্যান্ডেল থেকে) দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাইল ফলকের সঙ্গে ধাক্কা লেগে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা-রাজাবিরাট সড়কের একঢালা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিন বন্ধু সাকিব মিয়া (১৮), আব্দুল্লাহ মিয়া (১৬) ও সুমন মিয়া (১৬)। তিনজনই বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দারহাটা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, তিনজন একই মোটরসাইকেলে যাচ্ছিলেন। রাস্তা ফাঁকা পেয়ে চালক দুই হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের ফলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের হস্তান্তর করা হয়েছে।