চট্টগ্রাম : চট্টগ্রাম শান্তিপূর্ণ ও নিরাপদ নগরী ,বাংলাদেশে নিযুক্ত সুইডেন রাষ্ট্রদূত জন ফ্রা্ইসেলকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের বলেন ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগর ভবনে মেয়র দপ্তরে  সোমবার (৮ আগষ্ট) দুপুরে বাংলাদেশে নিযুক্ত সুইডেন রাষ্ট্রদূত জন ফ্রা্ইসেল সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সাক্ষাৎ করেছেন । এসময় মেয়র নাছির কর্পোরেশনের সেবার কর্মপরিধি, সেবার ধরন, আয়ের উৎস, তাঁর ভিশন সমূহ তুলে ধরেন।

রাষ্ট্রদূতের মাধ্যমে চট্টগ্রামে গার্মেন্টস,পর্যটন, জাহাজ নির্মাণ,জুতা, টেক্সটাইল শিল্প এবং আইটি খাতে চট্টগ্রামে বিনিয়োগের আহবান জানিয়ে সিটি মেয়র বলেন, চট্টগ্রামে ভূ প্রাকৃতিকভাবে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিদ্যমান। নিরাপদ ও পরিবেশ বান্ধব চট্টগ্রামের মাধ্যমে দেশের সিংহভাগ আমদানী, রপ্তানী হয়ে থাকে, চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে উন্নয়নের প্রয়াস চলছে।

‘বর্তমান বিশ্বের জঙ্গী তৎপরতা প্রসঙ্গে মেয়র বলেন, চট্টগ্রামে জঙ্গী বা সন্ত্রাসীদের কোন স্থান নেই। অন্যান্য রাষ্ট্রের তুলনায় বাংলাদেশ শান্তি ও নিরাপদ দেশ, তুলনামূলকভাবে চট্টগ্রামও শান্তি ও নিরাপদ নগরী, উল্লেখ করেন মেয়র নাছির।

বৈঠকে রাষ্ট্রদূত জন ফ্রা্ইসেল মেয়রের কার্যক্রমের ভূয়সি প্রশংসা করে বলেন, বর্তমান মেয়রের গতিশীল নেতৃত্বে চট্টগ্রামে নৈসর্গিক সৌন্দর্য ফিরে এসেছে।”

তিনি আশা করেন বর্তমান মেয়রের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্বমানের নগরীতে উন্নিত হবে।

রাষ্ট্রদূত সিটি মেয়রের ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের প্রশংসা করে বলেন, সুইডেনে প্রায় ৯৯ শতাংশ হাউস হোল্ড এ বর্জ্য ব্যবস্থাপনার আওতায় রয়েছে। এই বর্জ্যকে রিসাইক্লিংয়ের মাধ্যমে বায়োগ্যাস এবং তা থেকে সিএনজি কনভারশনও করা যায়, বর্তমানের প্রাকৃতিক গ্যাসের মজুদ ফুরিয়ে গেলে বর্জ্য থেকে উৎপাদিত গ্যাস দেশের কাজে লাগানো সম্ভব হবে।

রাষ্ট্রদূতকে মেয়র সিটি কর্পোরেশনের মনোগ্রাম খচিত ক্রেষ্ট এবং ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

বৈঠকে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সচিব মোহাম্মদ আবুল হোসেন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, কাউন্সিলরদের মধ্যে ছালেহ আহমদ চৌধুরী, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, মোরশেদ আকতার চৌধুরী, এ কে এম জাফরুল ইসলাম, মো. ইসমাইল , এস এম এরশাদ উল্ল্যাহ, এয়াছিন চৌধুরী আশু, মো. মোবারক আলী, মো. জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস আবিদা আজাদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031