বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাজকিন আহমেদ চিশতী সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

রবিবার দিনভর ভোটগ্রহণের পর গণনা শেষে দেখা গেছে বর্তমান মেয়ের চিশতি পেয়েছেন ২৫ হাজার ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট। আর নৌকা প্রতীকের শেখ নাসেরুল হক ১৩ হাজার ৫০ ভোট পেয়েছেন।

এছাড়া হাতপাখা প্রতীকের এসএম মুস্তাফিজুর রউফ এক হাজার ৬৭৯ ভোট ও জগ প্রতীকের নুরুল হুদা দুই হাজার ৮৮৮ ভোট পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবীর রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩৭টি কেন্দ্রের এই ফলাফল ঘোষণা করেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031