ঢাকা : আ স ম আব্দুর রব সভাপতি জেএসডির জাতীয় সমাজতান্ত্রিক দল- জঙ্গিবাদের পেছনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করে বলেছেন, দোষারোপের রাজনীতি আর অনৈক্যের সুযোগ নিচ্ছে জঙ্গিরা। এই প্রবণতা বন্ধ করতে হবে। জঙ্গিবাদ একটি জাতীয় সমস্যা, এর সমাধানে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র প্রতিষ্ঠা আর মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবিতে আয়োজন করা হয় গোলটেবিল আলোচনাটি।
রবের অভিযোগ, দেশের প্রধান দুটি দল ক্ষমতার দিকেই বেশি আগ্রহী। জঙ্গিবাদ প্রতিরোধে তাদের আন্তরিকতার ঘাটতি আছে।
জঙ্গিবাদ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি করে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘মশা উৎপাদনের জঙ্গল রেখে আশপাশে অভিযান চালালে যেমন মশা দূর হবে না, তেমনি জঙ্গি তৈরির মূল জায়গায় না গেলে এটা নির্মূল করা যাবে না।’
সভাপতি ছিলেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম। আলোচনায় আরো ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সাংবাদিক কাজী সিরাজ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।