আওয়ামী লীগ ও বিএনপির দুগ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজশাহীর চারঘাটে পৌর নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে । এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষার সহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ১৩ (ফেব্রুয়ারি) সকালে বিএনপির কর্মীরা ধানের শীষের পোস্টার লাগাতে আসলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে সকাল ১১টার দিকে বিএনপির কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নেয়। এসময় চারঘাট সদরে দুপক্ষের সংঘর্ষ হয়। বিএনপি কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, আওয়ামী লীগ কর্মী আজিমুদ্দিন সহ অন্তত ৫ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।